চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করায় অর্ধশত জেলে আটক, ৩১ জেলের কারাদণ্ড
২৮ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
চাঁদপুর নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর মেঘনা নদীর অভয়াশ্রমে ইলিশ সহ নানা প্রজাতির মাছ ধরার দায়ে অর্ধশত জেলেকে আটক করেছে টাস্কফোর্স। আটকদের মধ্যে ৩১জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড, ৬ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বাকীদের মুচলেকা রেখে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালত
পরিচালনা করেন
জেলা
প্রশাসক কার্যালয়ের সহকারী
কমিশনার ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.
জাকারিয়া হোসেন
ও
সদর
উপজেলা
নির্বাহী ম্যাজিস্ট্রিট শওকত
জামিল
চৌধুরী
।
বুধবার
দুপুরে
এসব
তথ্য
নিশ্চিত করেন
চাঁদপুর নৌ
থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মো.
কামরুজ্জামান।
ওসি
কামরুজ্জামান বলেন,
৪৮
ঘন্টার
অভিযানে জেলেদের সাথে
থাকা
৩
টি
বেহুন্দিজাল, ১৫
হাজার
মিটার
কারেন্ট জাল,
৭টি
ইঞ্জিনচালিত নৌকা,
ও
১০
হাজার
মিটার
সুতার
জাল
জব্দ
করা
হয়।
জব্দকৃত জাল
আগুনে
পুড়িয়ে
বিনষ্ট
করা
হয়
এবং
জব্দকৃত নৌকা
মামলার
আলামত
হিসেবে
জব্দ
রয়েছে।