কুমিল্লায় পেঁপে চাষে লাখপতি
১০ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ,স্টাফ রিপোর্টার:
ফল ও সবজি হিসেবে পেঁপে এখন বেশ জনপ্রিয়। শুধু পরিবারের চাহিদা মেটানোর জন্য একসময় বাড়ির আঙিনায় চাষ করা হতো ফলটি। প্রযুক্তির উৎকর্ষতায় কুমিল্লায় এখন বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে পেঁপের।
লালমাই উপজেলার শ্রীবিদ্যা গ্রামে দিগন্ত জুড়ে চোখে পড়ছে সবুজ পেঁপে বাগান। গাছে গাছে ঝুলছে পেঁপে। শাহী, রাচি, সিওটু, রেড লেডিসহ বিভিন্ন জাতের পেঁপে চাষ হচ্ছে।একবার পেঁপে গাছ লাগানোর পর সেই গাছ থেকে কমপক্ষে দুই বছর পেঁপের ফলন পাচ্ছেন কৃষক।
দাম ভালো পাওয়ায় অন্যান্য ফসলের পাশাপাশি পেঁপে চাষে বেশ আগ্রহী হয়ে উঠেছে কৃষক।
শ্রীবিদ্যা গ্রামের মিজান গত ৭ মাস ধরে গাছ থেকে পেঁপে তুলে বিক্রি করলেও গাছের পেঁপে যেন শেষই হচ্ছে না।৪-৬ ফুট উচ্চতার গাছ গুলোতে থোকায় থোকায় ঝুলছে সবুজ ও হলুদ রঙের অসংখ্য পেঁপে।
তাঁর বাগানে রেড লেডি,সিওটু জাতের পেঁপে চাষ করা হয়েছে..তিনি এবার ৪ বিঘা জমিতে পেঁপে চাষ করেছেন... ফলন ও পেয়েছেন ভালো..মূল্যও এবার ভালো পাচ্ছেন... চাহিদা ভালো থাকায় বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা ছুটে আসছেন। এখান থেকে পেঁপে কিনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন।
মূলত মাকড়সা ও ছত্রাক ছাড়া পেঁপে বাগানে তেমন কোনো সমস্যা দেখা যায় না। প্রাকৃতিক দুর্যোগ না হলে পুষ্টিমানসমৃদ্ধ পেঁপে চাষে ভাগ্য বদলে ফেলা যায়। পেঁপে চাষে অর্থনৈতিকভাবে সরকারি সহযোগিতা পেলে দেশের অনেক বেকার সমস্যা সমাধান করা সম্ভব। শিক্ষিত বেকার যুবকরা যদি চাষে অগ্রসর হয় তাহলে তারাও লাভবান হবে।