ভোটের দিন কারণ ছাড়া কোথাও না যাওয়ার আহ্বান র্যাবের
১৯ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
দ্বাদশ
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলারক্ষাকারী
বাহিনী। এদিন যৌক্তিক কারণ ছাড়া কোথাও না যেতে আহ্বান জানানো হয়েছে দেশবাসীকে। এ আহ্বান
করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত মহাপরিদর্শক
(এআইজিপি) এম খুরশীদ হোসেন।
দুপুরে
রাজধানীর বিভিন্ন নির্বাচন কেন্দ্র পরিদর্শন শেষে মিরপুর-২ নম্বর এলাকায় মিরপুর বিশ্ববিদ্যালয়
কলেজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন র্যাব ডিজি। এ সময় তিনি দেশবাসীকে নিজ নিজ
এলাকায় অবস্থানের আহ্বানও জানান। র্যাব ডিজি এম খুরশীদ হোসেন বলেন, দ্বাদশ জাতীয়
সংসদ নির্বাচনে এক এলাকার মানুষ অন্য এলাকায় গেলে তাকে নাশকতাকারী হিসেবে আমরা সনাক্ত
করবো না। তবে জানতে চাইবো, আমরা তাকে ওয়াচ করবো। আপনি কেন এসেছেন, কি প্রয়োজন আপনার।
আপনি অন্য কোনো কাজে ইনভলভ আছেন কিনা। যৌক্তিক কোনো কারণ ছাড়া কেউ কোথাও যাবেন না।
নিজ নিজ এলাকায় থাকবেন।
দ্বাদশ
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এমন কোনো থ্রেট বা হুমকি তৈরি হয়নি, এমন কোনো আশঙ্কা নেই
যে মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারবে না। শুধু র্যাব ফোর্সেস না সব আইন-শৃঙ্খলা
বাহিনী প্রস্তুত রয়েছে।