কুয়াশার কারণে যমুনায় পথ হারানো নৌকা থেকে উদ্ধার ৪৭ জন
২ ঘন্টা আগে শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫
প্রায় ১২ ঘণ্টা পর যমুনা নদীতে ঘন কুয়াশায় পথ হারানো বরযাত্রীবাহী নৌকার ৪৭ জন যাত্রীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মাছ ধরার দুটি নৌকার সহায়তায় তাদের উদ্ধার করা হয়। বর্তমানে সবাই জামথল নৌঘাটে অবস্থান করছেন।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঘন কুয়াশার মধ্য দিয়ে জেলেদের ব্যবহৃত দুটি নৌকায় বর-কনেসহ ১৭ জন নারী ও ৯ জন শিশুসহ মোট ৪৭ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে।
জানা যায়, শুক্রবার বিকেলে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া গ্রামের সানোয়ার হোসেনের ছেলে সানির বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীবাহী নৌকাটি বগুড়ার সারিয়াকান্দি ফেরিঘাট থেকে মাদারগঞ্জের উদ্দেশে রওনা দেয়। যমুনা নদীর মাঝপথে রাত ১২টার দিকে ঘন কুয়াশার কারণে নৌকাটি দিকভ্রান্ত হয়ে পড়ে এবং মাঝনদীতে আটকে যায়।
এ সময় কয়েকজন যাত্রী মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্ধার চেয়ে আকুতি জানান। বিষয়টি জানাজানি হলে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর নির্দেশে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।
আটকে পড়া যাত্রীদের স্বজনরা জানিয়েছেন, উদ্ধার হওয়া সবাই সুস্থ রয়েছেন।