খানসামায় ১৩১ টি পূজা মন্ডপে সরকারি অনুদানের ডিও বিতরণ
১৪ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
মো.
আজিজার রহমান,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা উদযাপন
উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় আলোচনা সভা ও ১৩১টি পূজা মন্ডপ সমূহের অনুকূলে
সরকারি অনুদান জিআর ৬৫.৫০০ মেট্রিক টন চালের ডিও বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের
আয়োজনে এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ
হলরুমে তিনটি ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপে ৫০০ কেজি করে জিআর চালের অনুদানের ডিও
বিতরণ করা হয়। এর আগে গতকাল রোববার (৬ অক্টোবর) সকালে একই স্থানে তিনটি ইউনিয়নে এ
ডিও এর উদ্বোধন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,
ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান
দাস, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা এনামুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, সহকারী যুব
উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার মিজানুর রহমানসহ
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন পূজা মন্ডপের
নেতৃবৃন্দসহ আরো অনেকে।