খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মাদারীপুর থেকে এলেন ১১০ বছর বয়সী বৃদ্ধ
২ ঘন্টা আগে বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫
বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজার সড়কে দেখা মেলে শতবর্ষোর্ধ্ব এক বৃদ্ধের, যিনি খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মাদারীপুর থেকে এসেছেন।নিজেকে মৌলভী আব্দুর রশিদ পরিচয় দিয়ে তিনি জানান, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। তার দেশপ্রেম ও আদর্শ তাকে গভীরভাবে অনুপ্রাণিত করত। জিয়াউর রহমানের মৃত্যুর পর তার জানাজায়ও তিনি উপস্থিত ছিলেন বলে জানান তিনি। সেই সময়েও মানুষের ঢল নেমেছিল বলে স্মৃতিচারণ করেন এই প্রবীণ ব্যক্তি।মৌলভী আব্দুর রশিদের ভাষ্য অনুযায়ী, জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের প্রতিচ্ছবি তিনি খালেদা জিয়ার মধ্যেও দেখেছেন। তার মতে, নানা চাপ ও প্রতিকূলতার মুখেও খালেদা জিয়া কখনো নৈতিক অবস্থান থেকে সরে যাননি।নিজের বয়স ১১০ বছর উল্লেখ করে তিনি আরও বলেন, দীর্ঘদিন কারাবরণ ও নানা নির্যাতনের শিকার হয়েও খালেদা জিয়া কখনো আপস করেননি। তার মতো নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে বিরল বলেও মন্তব্য করেন তিনি। তিনি মনে করেন, দেশ একজন প্রকৃত দেশপ্রেমিক নেত্রীকে হারিয়েছে। জানাজায় অংশ নিতে না পারলে আজীবন আফসোস থেকে যেত—এই কারণেই অসুস্থ শরীর নিয়েও তিনি ছুটে এসেছেন।প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে সম্পন্ন হয়। মানিক মিয়া অ্যাভিনিউতে বিকেল ৩টা ৩ মিনিটে জানাজা শুরু হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জানাজায় ইমামতি করেন।জানাজাকে ঘিরে দুপুরের পর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের এলাকা—বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ ও মোহাম্মদপুর পর্যন্ত বিপুল মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।