ঝিনাইদহে ডাকাত ধরতে জেলে ও কৃষকের ছদ্মবেশে পুলিশের অভিযান
৪২ মিনিট আগে বুধবার, নভেম্বর ২৬, ২০২৫
বুধবার (২৬ নভেম্বর) বিকেলের দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার দুর্গাপুর পদ্মবিল এলাকায় পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। কয়েকদিন ধরে এলাকায় সড়কে গাছ ফেলে পথচারী ও যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনা বাড়তে থাকায় পুলিশ গোপনে নজরদারি শুরু করে। এ–সংক্রান্ত তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন দুই ব্যক্তির অবস্থান শনাক্ত হলে পুলিশ ভিন্ন কৌশলে অভিযান সাজায়।
গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন—মহেশপুরের বেগমপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল রানা (২৮) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ নফর কান্দি গ্রামের মসলেম খলিফার ছেলে আলী হোসেন (৩৫)। পুলিশ জানিয়েছে, তারা দুজন দীর্ঘদিন ধরে মহেশপুর ও আশপাশের সড়কে গাছ ফেলে পথ আটকে ডাকাতি ও ছিনতাই করছিল।মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, গোপন সূত্র থেকে খবর পাওয়া যায় যে পদ্মবিল এলাকায় ডাকাতদলের দুই মূল সদস্য লুকিয়ে আছে। তথ্য নিশ্চিত হওয়ার পর পুলিশ সদস্যরা ছদ্মবেশে এলাকায় অবস্থান নেয়—কেউ জেলের পোশাকে বিলে ঘোরাফেরা করতে থাকে, আবার কেউ কৃষক সেজে আশপাশে নজরদারি করে। কিছুক্ষণ পর লক্ষ্য করা যায় সন্দেহভাজন দুই ব্যক্তি ঘোরাফেরা করছে। মুহূর্তেই পুলিশ তাদের পিছু নিয়ে ধরে ফেলে।
ওসি আরও জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের মাধ্যমে চক্রের অন্য সদস্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।