পাহারাদারকে হত্যা করে সিগারেট প্রতিষ্ঠানে ভয়াবহ ডাকাতি
৮ ঘন্টা আগে রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
রোববার (১৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার শান্তিনগর এলাকা থেকে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।স্থানীয়দের বরাতে জানা যায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত রাজারহাট উপজেলার মেরিস সিগারেট কোম্পানির কার্যালয়ে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় ডাকাতি প্রতিরোধে এগিয়ে গেলে নৈশপ্রহরী তপন কুমার সরকারের ওপর হামলা চালানো হয়। হামলায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। ধারণা করা হচ্ছে, ডাকাত দল প্রতিষ্ঠানটির বিভিন্ন মালামালসহ কয়েক লাখ টাকা নিয়ে পালিয়েছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।