টাঙ্গাইলে রমজানেও লাগামহীন লোডশেডিং, চরম ভোগান্তিতে রোজাদার
১৯ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
২০১৭সালের
১ মার্চ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা। অথচ নামে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হলেও বাস্তবে এর ছিঁটেফোঁটা সুবিধাও
পাচ্ছে না গ্রাহকেরা। গত কয়েকদিনে দিনরাত মিলে ৫/৬ঘন্টাও থাকছে না বিদ্যুৎ। এমতাবস্থায়
রমজানের শেষ মুহুর্তে সাহরি, ইফতার ও তারাবি সময় বিদ্যুৎ না থাকায় সামাজিক যোগাযোগ
মাধ্যমে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।
একদিকে
প্রচন্ড গরম আর অন্যদিকে লোডশেডিংয়ের যে প্রকোপ শুরু হয়েছে, তাতে মানুষের জীবনে নাভিশ্বাস
তৈরি হয়েছে। দিনেরাতে ১০/১৫ বার মিসকলড আদলে বিদ্যুতের দেখা মিলে , বাকি সময় শুধু লোডশেডিং
আর লোডশেডিং। এতে রোজাদার, বৃদ্ধ ও শিশুরা খুবই কষ্ট হচ্ছে।
অন্যদিকে
মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্তের হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীর শিক্ষা কার্যক্রম।
এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন রোগীরাও লোডশেডিংয়ের দুর্ভোগ রয়েছে ।
সরেজমিনে
দেখা গেছে , রমজানের শেষ মুহূর্তে ভূঞাপুরে
সাহরি, ইফতার ও তারাবির সময় নতুন করে ভোগান্তিতে পরিণত হয়েছে লোডশেডিং। লোডশেডিং
এতটা তীব্র যে রোজাদাররা ঘুম থেকে উঠে একটু স্বস্তি ও আরামে খেতে পারছে না। এদিকে প্রচণ্ড
তাপদাহ আর লোডশেডিংয়ে সারাদিন রোযায় অস্থিরতা,
ক্লান্ত ও তৃষ্ণার্ত অবস্থায়ও রোজাদাররা ইফতার ও তারাবি সময়ে পাচ্ছে না বিদ্যুতের
দেখা। এমনকি রাতে ঘুমাতে যাওয়ার সময়ও চলে লোডশেডিং। এমতাবস্থায় রমজানে লাগামহীন লোডশেডিং
এতটাই বেড়েছে যা ভূঞাপুরবাসীর জন্য অস্বস্তিকর ও চরম ভোগান্তিতে কাটাতে হচ্ছে।
নামাজ
শেষে এক মুসল্লি ক্ষোভ প্রকাশ করে বলেন, শুনেছি রমজান মাসে নাকি আল্লাহ তাআলা সব শয়তানকে
পায়ে শিকল দিয়ে বেঁধে রাখে কিন্তু বিদ্যুৎ বিভাগের অবস্থা দেখে মনে হয় এরাই আসল
শয়তান। কারণ, প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় বিদ্যুৎ বন্ধ করে দেয়। এতে রমজানে রোজা
রেখে নামাজ আদায় করতে খুব কষ্ট হচ্ছে।
গোবিন্দাসী
ইউপি সদস্য আব্দুল আলীম বলেন, ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে জন সাধারণ একেবারে অতিষ্ট
হয়ে পড়েছে। বিদ্যুৎ লোডশেডিংয়ের দূর্ভোগ থেকে সাধারণ মানুষ দ্রুত পরিত্রাণ চায়।
এ
বিষয়ে ভূঞাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ারুল ইসলাম
জানান, ভূঞাপুর উপজেলায় বিদ্যুতের চাহিদা যেখানে ২০ থেকে ২১ মেগাওয়াট রয়েছে সেখানে
আমরা পাচ্ছি ৮ থেকে ৯ মেগাওয়াট। যার ফলে একেক এলাকায় লোডশেডিং দিয়ে ব্যালেন্স করার
চেষ্টা করছি।