ঢাকায় আসবে ফিফা বিশ্বকাপের ট্রফি, সঙ্গে বিশেষ শর্তাবলি
১০ ঘন্টা আগে রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
আগামী জানুয়ারিতে ফিফা বিশ্বকাপের সোনালি ট্রফি বাংলাদেশে আসার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী ঢাকায় ট্রফিটি প্রদর্শন করা হবে, তবে সবকিছুই নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকার ওপর। পরিস্থিতি অনুকূলে থাকলেই ফিফার এই বহুল প্রতীক্ষিত ট্রফি সফর বাস্তবায়ন করবে আয়োজক সংস্থা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আশা করছে, এবারের ট্রফি সফর আগের তুলনায় অনেক বেশি দর্শক সম্পৃক্ততা তৈরি করবে। তারা মনে করছে, বিভিন্ন প্রচারণা, প্রদর্শনী এবং অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে ফুটবলপ্রেমীদের জন্য আরও স্মরণীয় আয়োজন করা সম্ভব হবে।
বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম জানান, ২০২৬ সালের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ায় এবার ফিফা সদস্য দেশগুলোকে বরাদ্দ দেওয়া টিকিটের সংখ্যাও বাড়তে পারে। ফলে বাংলাদেশ থেকেও ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের ম্যাচ দেখার আরও বড় সুযোগ পেতে পারেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ট্রফির সফর শুধু একটি প্রদর্শনী নয়, বরং বাংলাদেশের ফুটবলকে বিশ্ব দরবারে তুলে ধরার একটি সুযোগও বটে। যথাযথ নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ সফরটি দেশের ফুটবল ইতিহাসে নতুন মাত্রা যোগ করবে।