তাপমাত্রা ৮ ডিগ্রিতে নেমেছে তেঁতুলিয়ায়, অনুভূত হচ্ছে হালকা শৈত্যপ্রবাহ
২ ঘন্টা আগে বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
উত্তরাঞ্চলের ঠান্ডা বাতাসে পঞ্চগড় জেলায় শীতের তীব্রতা বাড়ছে। বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্র সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন।শীত বাড়ায় জনজীবনে দুর্ভোগও বেড়েছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষদের ভোরবেলা মাঠে-ঘাটে কাজে বের হতে কষ্ট হচ্ছে। অনেকে রাস্তাঘাট বা বাড়ির সামনে খড়কুটো জ্বালিয়ে গরম নেওয়ার চেষ্টা করছেন, এতে কয়েকটি দগ্ধ হওয়ার ঘটনাও ঘটেছে। হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে।এদিকে শীতবস্ত্রের দোকান, হাটবাজার ও পিঠাপুলির দোকানগুলো জমে উঠেছে। কৃষকেরা শীতকালীন শাকসবজি তুলতে ভোর থেকেই ব্যস্ত সময় পার করছেন।তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্র জানায়, কয়েকদিন ১০ ডিগ্রিতে স্থির থাকার পর তাপমাত্রা আরও কমে আজ ৮.৯ ডিগ্রিতে নেমেছে এবং মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তাপমাত্রা আরও কমতে পারে বলেও তারা জানিয়েছে।
জেলা প্রশাসক জানান, শীত মোকাবিলায় জেলায় ৮ হাজার ৬৪০টি কম্বল বিতরণ করা হয়েছে এবং অতিরিক্ত ৬৫ হাজার কম্বলের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।