তারকারা আতঙ্কিত ভূমিকম্পে

Bortoman Protidin

৭ দিন আগে সোমবার, জুলাই ৭, ২০২৫


#

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর সামাজিকমাধ্যমে তাৎক্ষণিকভাবে নিজের অনুভূতি শেয়ার করেছেন অনেকেই।শোবিজের তারকাশিল্পীরাও লেখেন নিজেদের ফেসবুকে৷ 

জনপ্রিয় অভিনেত্রী অপি করিম লেখেন, এত বড় ভূমিকম্প আগে কখনো অনুভব করিনি!

কণ্ঠশিল্পী আঁখি আলমগীর লেখেন, যা জানলাম আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ। ব্যাপারটা কিন্তু আর ফান করার মত থাকলো না, তাই না?

আলোচিত নায়ক জায়েদ খান লেখেন, কী ভয়ংকর ভূমিকম্প। আল্লাহ সবাইতে হেফাজত করুন।

আরেক কণ্ঠশিল্পী রন্টি দাস লেখেন, হে প্রভু সবই তোমার ইচ্ছা, সবাইকে নিরাপদে রেখ।  

জনপ্রিয় অভিনেত্রী তানভীর সুইটি লেখেন, প্রচণ্ড ভূমিকম্প! আল্লাহ্ আমাদের রক্ষা করুণ। আমিন....।

প্রসঙ্গত,(২ ডিসেম্বর) শনিবার  সকাল ৯টা ৩৪ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশে বিভিন্ন জেলায় এই ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অফিস জানিয়েছেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জে। এটি ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প, যা হালকা ধরনের। এটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৮৩ কিলোমিটার দক্ষিণে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied