৭ বছর পর অ্যালবাম শাকিরার
২৬ দিন আগে সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
দীর্ঘ ৭ বছর পর নতুন অ্যালবাম নিয়ে আসছেন পপতারকা শাকিরা। ১২তম এই স্টুডিও অ্যালবামের নাম দেয়া হয়েছে ‘উইমেন নো লংগার ক্রাই’। এর আগে ২০১৭ সালে শাকিরার সর্বশেষ অ্যালবাম ‘এলো ডেডও’ মুক্তি পেয়েছিল।
আগামী ২২ মার্চ সব প্ল্যাটফর্মে মুক্তি পাবে শাকিরার বহুল প্রতীক্ষিত নতুন এই অ্যালবামটি। ইতিমধ্যে ইনস্টাগ্রামে অ্যালবামের প্রচ্ছদও শেয়ার করেছেন শাকিরা। পোস্টে শাকিরা লিখেছেন, ‘এই কাজের কৃতিত্ব আমার একার নয়। আপনারা সবাই এবং আমার পুরো টিম কাজের সঙ্গে ছিলেন। যারা প্রতিটি পদক্ষেপে আমার পাশে ছিলেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’
খুবই অল্প বয়স থেকে কলম্বিয়ান তারকা শাকিরা পপ ও রক ঘরানার গান গেয়ে আসছেন। গীতিকার, সুরকার ও গায়িকা হিসেবে নব্বই দশকের মাঝামাঝি ল্যাটিন অ্যামেরিকা ও স্পেনের রক সংগীতাঙ্গনে কুড়িয়েছেন জনপ্রিয়তা।
২০১০ সালে ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে ব্যাপক আলোচনায় আসেন এ পপ তারকা।