তেঁতুলিয়ায় তীব্র শীত, তাপমাত্রা ৮.৪ ডিগ্রি
১৩ দিন আগে রবিবার, অক্টোবর ১৩, ২০২৪
সর্বনিম্ন
তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ডের পর মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে এ জেলায়
গত ৪ দিন ধরে কনকনে শীত অনুভূত হচ্ছে। একই সঙ্গে কনকনে শীত অনুভূত হলেও কুয়াশার পরিমাণ
কম লক্ষ্য করা গেছে। অপরদিকে দুর্ভোগে পড়ছে এই জেলার নিম্ন আয়ের সাধারণ মানুষ।
তেঁতুলিয়া
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ (৪ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন
তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গতকাল বুধবার (৩ জানুয়ারি)
দেশের সর্বনিম্ন ও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা
হয়েছিল।