দেশের রাজনীতিকে আবারও ঘোলাটে করার চক্রান্ত চলছে: জয়নুল আবদিন ফারুক
২৭ দিন আগে রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
দেশের রাজনৈতিক আকাশকে আবারও ঘোলাটে
করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন, বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
আজ শুক্রবার (২৫ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে
এ মন্তব্য করেন তিনি।
জাতীয় প্রেসক্লাবের সামনে এই অবস্থান
কর্মসূচির আয়োজন করে ঢাকাস্থ সেনবাগ ফোরাম।
বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল
আবদিন ফারুক বলেন, বাংলাদেশে আগস্টের বিপ্লবের পর দেশের রাজনৈতিক আকাশকে আবার ঘোলাটে
করার জন্য চক্রান্ত চলছে। শেখ হাসিনাকে বাংলাদেশে এনে শাস্তির আওতায় আনতে হবে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
ড. ইউনূসকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা
আপনার কাছে। আপনি আবু সাঈদের রক্ত, মুগ্ধের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসেছেন। আপনাকে
কেউ বসিয়ে দেয়নি। আপনি নিজের ইচ্ছায় এদেশের ক্ষমতায় আসেননি। আপনি বাংলাদেশের মানুষের
কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। ৫ আগস্টের পর বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, আপনাকে
ক্ষমতায় বসাতে হবে। কারণ আপনিই পারবেন বাংলাদেশের ১৬ বছর ধরে যারা গণতন্ত্রকে হত্যা
করেছে, মায়ের বুক খালি করেছে, তাদের বিচারের আওতায় আনতে। আপনার কাছে জনগণের প্রত্যাশা
বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করা। সেই সরকার
গঠনের প্রক্রিয়া আপনাকে অবশ্যই শুরু করতে হবে। তাই আপনি সময় বুঝে অবশ্যই বাংলাদেশের
সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন।
উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন,
কৃষক দলের সহ-সভাপতি ভিপি ইব্রাহীম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেছারুল
হক, মাওলানা আলমগীর হোসেন, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, জাতীয়তাবাদী
গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু সহ অনেকে।