পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক
১০ মিনিট আগে সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
ব্যক্তি নিজেকে হাফেজ পরিচয় দিয়ে আব্দুল আজিজ নামে পরিচয় দিয়েছেন। তিনি বয়স দেখিয়েছেন ২৫ বছর এবং জন্ম তারিখ উল্লেখ করেছেন ১০ জানুয়ারি ২০০০। বাবার নাম হিসেবে দিয়েছেন হাজী নজিবুল্লাহ এবং মায়ের নাম লিখেছেন শুকরা বেগম।
তবে বায়োমেট্রিক স্ক্যানে তার আসল পরিচয় প্রকাশ পায়—তিনি আসলে রোহিঙ্গা শরণার্থী আজিজ খান। রোহিঙ্গা রেকর্ড অনুযায়ী তার জন্ম তারিখ ৫ জানুয়ারি ২০০১ এবং বাবার নাম সালামত খান। তিনি ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রবেশ করেছিলেন।
জাতীয় পরিচয়পত্রে দেখানো তথ্য অনুযায়ী, বর্তমান ঠিকানা মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রাম, যেখানে চলতি বছরের ১৬ সেপ্টেম্বর তিনি এনআইডি সংগ্রহ করেছিলেন। স্থায়ী ঠিকানা হিসেবে দেখানো হয়েছিল চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর। পাসপোর্ট আবেদনে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকা।
পিতা-মাতা হিসেবে উল্লেখিত নজিবুল্লাহ ও শুকরা বেগমের ঠিকানাও চট্টগ্রামের চন্দনাইশের খাজীরপাড়া ও হাশিমপুরে দেখানো হয়েছে। নথি অনুযায়ী তারা গত ১৪ সেপ্টেম্বর এনআইডি সংগ্রহ করেছিলেন।
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমেদ জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজ স্বীকার করেছেন যে তিনি রোহিঙ্গা এবং মুন্সিগঞ্জ থেকে ১৮ হাজার টাকায় ভুয়া এনআইডি সংগ্রহ করেছিলেন। আটক ব্যক্তি ভুয়া তথ্য ব্যবহার করে পাসপোর্ট করার চেষ্টা করছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে।