প্রথম সেঞ্চুরি মাকে উৎসর্গ করলেন তাওহিদ হৃদয়
২৩ দিন আগে শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
 
                                    বিপিএলে এবারের আসরে প্রথম সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। যা তার নিজের বিপিএল ও টি-টুয়েন্টি ক্যারিয়ারেও প্রথম শতক। সংক্ষিপ্ত সংস্করণের এই বিশেষ ইনিংসটি তার মাকে উৎসর্গ করেছেন যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।গতকাল দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৫৭ বলে ১০৮ রান করেছেন হৃদয়। তার এমন ইনিংসে ভর করেই জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাইতো ম্যাচসেরার পুরস্কারও উঠেছে এই মিডল অর্ডার ব্যাটারের হাতে।
ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে আসা হৃদয় বলেন, ‘টি-টুয়েন্টিতে প্রথম শতক পেয়েছি, আলহামদুলিল্লাহ। প্রত্যেক ব্যাটারেরই স্বপ্ন একটি সেঞ্চুরি করার। গত বছর আমার সুযোগ ছিলো সেঞ্চুরি করার, কিন্তু করতে পারিনি। আলহামদুলিল্লাহ, যে এবার সেঞ্চুরি হয়েছে।’
হৃদয়ের লক্ষ্যই ছিল আক্রমণাত্মক খেলা। মাঠে গিয়ে সেটাই বাস্তবায়ন করেছেন। তিনি বলছিলেন, ‘সেঞ্চুরি তো প্রতিটি ব্যাটারের জন্যই গুরুত্বপূর্ণ। আমি প্রথম থেকে চেষ্টা করেছি আক্রমণাত্মক খেলার। কারণ রান ছিল ১৭০ প্লাস, যদি ওখানে দুই তিনটা ওভার ব্যাকফুটে যাই (তাহলে ম্যাচ থেকে ছিটকে যাবো)।’
 
                 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        .jpeg) 
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        