ফাঁকা সড়কে মেট্রোর পিলারে বাসের ধাক্কা, আহত ১০
৩ দিন আগে শনিবার, এপ্রিল ১২, ২০২৫
অতিরিক্ত
গতিতে ফাঁকা সড়কে সেফটি পরিবহনের বাস মিরপুর থেকে আজিমপুরের উদ্দেশে চলছিল। অদক্ষ কিশোর
চালক নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোর পিলারে ধাক্কা মারলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
এ
ঘটনায় বাসের ১০ যাত্রী আহত হয়েছেন। বাসের চালককে আটক করা হয়েছে।
আজ
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানান এক প্রত্যক্ষদর্শী।
প্রত্যক্ষদর্শী
ও সাবেক ছাত্রনেতা খান আসাদুজ্জামান মাসুম বলেন, কিশোর চালক ফাঁকা সড়কে দ্রুতগতিতে
চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ ঘটনায় বাসের ১০ যাত্রী আহত হয়েছেন। মা ও এক বাচ্চা
ছেলে গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশ বাসের যাত্রীদের উদ্ধার করে নিয়ে যায়।
ডিএমটিসিএল
এর উপব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূইয়া বলেছেন,
এই দুর্ঘটনায় বাসের চালক কে আটক করে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।
