বাংলা সাহিত্য একাডেমীর সাহিত্য সভা অনুষ্ঠিত
১২ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
গতকাল চুয়াডাঙ্গা পশুহাট পাড়ায় বাংলা সাহিত্য একাডেমীর প্রথম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম আর ফয়জুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম। হামিদুল হক মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিদ্দিকুর রহমান,শাহজাহান আলী, আবুল হোসেন আজাদ, খালেকুজ্জামান ও আকলিমা খাতুন।
সভার দ্বিতীয় পর্বে স্বরচিত লেখা পাঠ করেন চিত্তরঞ্জন সাহা চিতু, মুরশিদ আলম, আব্দুল আলিম, মাজাবিন আরা শাপলা, রতন শর্মা, অশোক দত্ত, আবুল কালাম আজাদ, রনবীর সাহা ও শিশু আবৃতিকার কাশফি । সংগীত পরিবেশন করে শিশু শিল্পী লিজা খাতুন ।
যাদুশিল্পী লিয়াকত আলী যাদু প্রদর্শন করে অনষ্ঠানটি প্রানবন্ত করে তোলেন। অনুষ্ঠানে জনকে সাহিত্যে বিশেষ অবদানের জন্য ১১ জনকে সম্মাননা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম।