কুমিল্লায় চৌদ্দগ্রাম থানা কর্তৃক ২০ কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন আসামী গ্রেফতার
১২ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী
পরোয়ানা তামিল ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন চৌদ্দগ্রাম
বাজার ইসলামী ব্যাংকের সামনে চট্টগ্রাম—ঢাকাগামী মহাসড়কের উপর হতে ২০ কেজি গাঁজাসহ
আসামী-০১। মোঃ শাহ আলম (২৫), পিতা— মোঃ ইসলাম উদ্দিন, মাতা— নুরেজা বেগম, সাং—ডুলচাপুর,
পোঃ হিরণপুর, থানা—পূর্বধলা, জেলা—নেত্রকোনা,
২। মহসিন হোসেন প্রঃ সাগর (২০), পিতা— ইয়াছিন হোসেন প্রঃ খোকন, মাতা— লাকী
বেগম, সাং—ডিমাতলী (সাহেব নগর), থানা— চৌদ্দগ্রাম, জেলা—কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করেন।
চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)/মোঃ আবু তাহের ভুইয়া, এসআই/ছাইদুল ইসলাম, এএসআই/মোঃ
নাজমুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ চৌদ্দগ্রাম থানা এলাকায় রাত্রীকালীন আইন-শৃঙ্খলা ডিউটিত
কর্মকর্তারা।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত
০২নং আসামী মহসিন প্রঃ সাগর (২০) এর বিরুদ্ধে পূর্বের ০১টি মাদক মামলা বিজ্ঞ আদালতে
বিচারাধীন রয়েছে।
উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-১৭, তারিখ-১৩/০১/২০২৪, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১৯(খ) রুজু করা হয়।