বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ডিমলায় আটক ২
২১ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
নীলফামারীর ডিমলায় অভিযান চালিয়ে এক হাজার ৩২৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
(৩ ফেব্রুয়ারি) শনিবার দুপুরে র্যাব-১৩ সিপিসি-২ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নীলফামারী র্যাব-১৩ অধিনায়ক মোহাম্মদ আরাফাত ইসলাম।
তিনি জানান, শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে তিস্তা ব্যারেজ এলাকা থেকে এসব ফেনসিডিলসহ হুমাউন কবির ও সৈয়দ আলী নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ হওয়া ফেনসিডিলের বাজার মূল্য প্রায় ১৩ লাখ টাকা।
আটকদের নামে মামলা করে ডিমলা থানায় তাদের হস্তান্তর করা হয়েছে জানান র্যাবের এ কর্মকর্তা।