বিরামপুরের ২ জন জাতীয় ক্রীড়া পরিষদের জাতীয় পর্যায়ের কোচদের অধীনে ক্যাম্পে যোগ দিয়েছে
১৯ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
বিরামপুর উপজেলার ২ জন খেলোয়াড় তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ কর্মসূচী ২০২৩-২০২৪ এর জেলা পর্যায়ে বাছাইপর্বে হ্যান্ডবল ও কাবাডি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে ঢাকায় জাতীয় পর্যায়ে বাছাইয়ে অংশগ্রহণের জন্য মনোনীত হয়।মোঃ সুহাইব ইসলাম(১৫) পিতা: মোঃ মানিক, মোঃ নীরব বাবু(১৫) পিতা-মোঃ কবির হোসেন উভয়ে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। গত ০১/০২/২০২৪ তারিখে তারা ২ জনই জাতীয় পর্যায়ে বাছাইপর্বে অংশগ্রহণ করে ও বাছাইয়ে নির্বাচিত হয়ে উন্নত অনুশীলনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে জাতীয় পর্যায়ের কোচদের অধীনে ক্যাম্পে যোগ দিয়েছে।একটা সময় ঢাকায় অংশগ্রহণ করা নিয়ে প্রতিবন্ধকতা তৈরী হলে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের দূরদর্শীতা ও সাহসী সিদ্ধান্তে তাদের অভিভাবক ও স্কুলের প্রধান শিক্ষকের সাথে আলোচনা স্বাপেক্ষে ঢাকায় জাতীয় পর্যায়ে অংশগ্রহন নিশ্চিত হয়। তাদের প্রতিভা বিরামপুর ক্রীড়াঙ্গনের জন্য বিশাল প্রাপ্তি বলে মনে করেন বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী। বিরামপুর উপজেলার টিম ম্যানেজার মোস্তাফিজুর রহমান মাসুম বলেন আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও প্লেয়ারদের সকল বিষয়ে খোজখবর রাখেন ও প্লেয়ারদের শুভকামনা জানান বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। বিরামপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন বলেন, সম্পর্কে সুহাইব আমার চাচাতো বড়ভাইয়ের ছেলে তার ও নিরবের এমন প্রতিভা বিরামপুর উপজেলার পাশাপাশি দেশের সুনাম অর্জনে ভূমিকা রাখতে পারে। তাদের সফলতার জন্য সকলের নিকট দোয়ার আবেদন করেছে তার পরিবার।