মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার
২১ দিন আগে সোমবার, জানুয়ারী ২০, ২০২৫
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার থেকে রোববার) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিক্রি ও সেবনের অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি ।
তিনি বলেন, আসামিদের কাছ থেকে ১১৫৫ টি ইয়াবা ট্যাবলেট, ১৪০ গ্রাম হেরোইন ও ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
তিনি আরও জানান আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা দায়ের করা হয়েছে।