মাদকবিরোধী অভিযানে ২৩ জন গ্রেফতার
১৪ দিন আগে মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এসময় মাদক সহ ২৩ জনকে গ্রেফতার করা
হয়েছে।
গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ১৮৩৫৫ পিস ইয়াবা, ৩৭ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ১ গ্রাম হেরোইন, ১১০ বোতল ফেন্সিডিল ও ২ বোতল দেশিমদ জব্দ করা হয়।
গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫টি মামলা হয়েছে।