১ লাখ ২৪ হাজার দুটি মাছের দাম
৫ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
পটুয়াখালীর কলাপাড়ায় দুটি দাতিনা মাছ বিক্রি হয়েছে ১ লাখ ২৪ হাজার টাকায়। মাছ দুটির ওজন ২৩ কেজি ৬৫০ গ্রাম। আজ শনিবার সকালে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মোস্তাফিজ হকের মালিকানাধীন কুতুবদিয়া ফিস নামে আড়তে মাছ দুটি নিলামে তোলা হয়। সজীব হাওলাদার নামের এক ব্যবসায়ী মাছ দুটি কিনে নেন।
এর আগে এফ বি মায়ের দোয়া নামের ট্রলারের লক্ষি মাঝির জালে ওই মাছ ধরা পড়ে।লক্ষি মাঝি বলেন, ‘দাতিনা মাছ সচরাচর জালে আসে না। এ মাছ অনেক দামি, তাই যার জালে বাঁধে তারা ভাগ্যবান। ভালো দামে বিক্রি করতে পেরে ভালো লাগছে।’
বন্দরের মাছ ব্যবসায়ী সজীব হাওলাদার বলেন, ‘নিলামে অনেকের সঙ্গে পাল্লা দিয়ে সর্বোচ্চ দামে মাছ দুটি কিনেছি। আশা করছি ভালো দামে বিক্রি করতে পারব।’
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘দাতিনা মাছের দাম অনেক বেশি। সচরাচর এ মাছ জেলেদের জালে পাওয়া যায় না। সুন্দরবন অঞ্চলে এ মাছ বেশি ধরা পড়ে। জেলেরা সম্প্রতি বেশ বড় বড় মাছ পাচ্ছেন। এর কারণ হিসেবে মনে করছি, তারা সরকারি মাছ ধরার নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করেছিলেন।’