মায়ের মরদেহ কবর খুঁড়ে ঘরে এনে লেপ-কাঁথা দিয়ে ঢেকে রাখা ছেলের কাণ্ডে এলাকায় চাঞ্চল্য
১১ মিনিট আগে বুধবার, নভেম্বর ২৬, ২০২৫
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোথাজুরী এলাকায় ঘটেছে চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক একটি ঘটনা। গত রোববার (২৩ নভেম্বর) মধ্যরাতে পারিবারিক কবরস্থান থেকে নিজের মায়ের মরদেহ তুলে এনে ঘরে মশারি টানিয়ে লেপ-কাঁথা দিয়ে ঢেকে রাখেন সজিব হোসেন নামের এক যুবক। বিষয়টি জানাজানি হতেই পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরিবার, স্থানীয়দের বর্ণনা ও পুলিশ সূত্রে জানা যায়, খোদেজা বেগম স্বামী আনতাজ আলীর মৃত্যুর পর একমাত্র ছেলে সজিবকে নিয়ে বসবাস করতেন। বাবা না থাকার সুযোগে সজিব ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে ওঠেন এবং প্রায়ই মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।
গত শনিবার দুপুরে মা-ছেলের মধ্যে তীব্র ঝগড়ার এক পর্যায়ে মানসিক যন্ত্রণা ও অভিমানে খোদেজা বেগম গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে রোববার সন্ধ্যায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কিন্তু রাতের আঁধারে সজিব একাই কবর খুঁড়ে মায়ের মরদেহ তুলে এনে নিজ ঘরে নিয়ে আসে। মশারি টানিয়ে লেপ-কাঁথা দিয়ে মরদেহ ঢেকে রাখেন তিনি। সোমবার সকালে কবরস্থানে গিয়ে কবর খোলা দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা খোঁজ নিতে শুরু করেন। পরে জানা যায়, সজিব ঘর বন্ধ করে রেখেছে এবং তার আচরণেও অস্বাভাবিকতা রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় ঘরের তালা ভেঙে প্রবেশ করে। ভেতরে মশারির নিচে লেপ-কাঁথায় মোড়ানো অবস্থায় পাওয়া যায় খোদেজা বেগমের মরদেহ। তখন মরদেহ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল।
এ ঘটনার আগের রাতেই সজিব তার মামা আব্দুল মান্নান মিয়াকে ফোন দিয়ে মাকে কেন দাফন করা হয়েছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দাফন কাজে অংশ নেওয়া স্বজনদের প্রাণনাশের হুমকি দেন। এতে স্বজন ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বৃদ্ধি পায়।
খোদেজার ভাই আব্দুল মান্নান মিয়া বলেন, সজিব আমাকে ফোন করে বলেছে—মাকে কেন মাটিতে দিলাম। সে আমাকে হত্যার হুমকিও দিয়েছে। আমরা এখন ভয়ে আছি।
ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সুরুজ জামান বলেন, ঘটনাটি অত্যন্ত অস্বাভাবিক ও মর্মান্তিক। স্থানীয়দের সহযোগিতায় মরদেহ আবার পুনরায় দাফন করা হয়েছে।