মিষ্টি কুমড়ার মধ্যে হেরোইন
২৪ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
রাজশাহীতে
অভিনব কায়দায় মিষ্টি কুমড়ার ভেতরে হেরোইন পাচারকালে ১ যুবককে গ্রেফতার করেছে র্যাব।
২৭
নভেম্বর বিকেল চার টার দিকে রাজশাহীর গোদাগাড়ী থানার মোহনপুর ইউনিয়নের দীগরাম ঘুন্টিঘর
এলাকায় অভিযান চালিয়ে এই যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত
আসামির নাম হলো আপন আলী (২২)। আপন আলী চাঁপাইনবাবগঞ্জ সদর থানার আবু তাহেরের ছেলে।
আজ
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার
পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে
বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গোদাগাড়ী থানার মোহনপুর ইউনিয়নের
দীগরাম ঘুন্টিঘর এলাকায় অভিযান চালায়। এসময় অটোরিকশা চালক আপন আলীকে আটক করে তল্লাশি
করা হয়। তল্লাশিতে অটোরিকশার বামপাশের হ্যান্ডেলের সঙ্গে ঝুলানো একটি প্লাস্টিকের ব্যাগে
একটি মিষ্টি কুমড়া পাওয়া যায়। পরে মিষ্টি কুমড়া কেটে দেখা যায় এর ভেতর ছয়টি হেরোইনের
প্যাকেট।
র্যাব
জানান, আপন আলী একজন পেশাদার মাদক কারবারি। তিনি পেশায় একজন অটোরিকশা চালক হলেও এর
আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীসহ বিভিন্ন
এলাকায় সরবরাহ করতেন।
বিজ্ঞপ্তিতে
আরও উল্লেখ করা হয় এই ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে ।