দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যু

Bortoman Protidin

১ ঘন্টা আগে শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫


#

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামে দুই সহোদরের পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে দা-এর আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহত যুবকের পরিচয় জান্নাত হোসেন (২৭)। তিনি গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের বাসিন্দা এবং আব্দুল হকের সন্তান।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নয়ানগর গ্রামের শাহিন রাঢ়ির দুই ছেলে তারেক ও রিয়াদের মধ্যে দীর্ঘদিন ধরেই নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকাল আনুমানিক দশটার দিকে তাদের মধ্যে আবারও তর্ক-বিতর্ক শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রতিবেশী জান্নাত হোসেন সেখানে যান। সে সময় দুই ভাইয়ের হাতেই ধারালো বগি দা ছিল।একপর্যায়ে রিয়াদ তার ভাই তারেককে লক্ষ্য করে দা দিয়ে আঘাত করতে গেলে তা জান্নাত হোসেনের শরীরে লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মারিয়া মোস্তারি জানান, সকাল প্রায় এগারোটার দিকে আহত যুবককে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যুর কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।নিহতের ভাগ্নি সুমাইয়া আক্তার অভিযোগ করে বলেন, অভিযুক্ত দুই ভাই মাদকাসক্ত ছিলেন এবং মাদক কেনার অর্থ জোগাড় করতে বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। তার দাবি, ঘটনাটি দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত হত্যা। তিনি বলেন, সকালে পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং ইচ্ছাকৃতভাবে তার মামাকে ঘটনাস্থলে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর রিয়াদ উদ্দেশ্যমূলকভাবে দা দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন এবং খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

অন্তর্বর্তী সরকার দেশের মাঝারি ও ক্ষুদ্র শিল্পের বিকাশে আন্তরিক : প্রধান উপদেষ্টা

#

প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সৌজন্য সাক্ষাৎ

#

দ্বিতীয় ধাপে আরো ১৫৮ ইউএনওকে বদলি করে প্রজ্ঞাপন

#

পবিত্র লাইলাতুল কদর,হতে পারে শেষ দশকের যেকোন এক বিজোড় রাত

#

পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

#

৪৩ মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে পল্টন মডেল থানা পুলিশ

#

মহাসড়কে মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

#

১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ প্রধান উপদেষ্টার

#

যৌথবাহিনীর অভিযানে ১১১ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫১

#

ঢাকা থেকে নির্বাচন করব নিশ্চিত : উপদেষ্টা আসিফ

Link copied