মুফতি আমির হামজাকে আসামি করে মামলা

Bortoman Protidin

১ ঘন্টা আগে সোমবার, জানুয়ারী ১৯, ২০২৬


#

আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে অশালীন ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া সদর–৩ আসনের ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান চৌধুরী শিহাব এ মামলার বাদী।

রোববার দুপুরে কুষ্টিয়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক আইনজীবীর মাধ্যমে মামলাটি দায়ের করা হলে আদালত আগামী ১ ফেব্রুয়ারি আদেশ ঘোষণার দিন নির্ধারণ করেন।

মামলার বিষয়ে বাদী সোলাইমান চৌধুরী শিহাব বলেন, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তিনি মানহানির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন। মামলায় আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে কুরুচিপূর্ণ মন্তব্য এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে বিদ্রূপমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, এটি কোনো ব্যক্তিগত ক্ষোভ বা রাজনৈতিক প্রতিশোধের ফল নয়। প্রকাশ্যে অশালীন ও অবমাননাকর বক্তব্য সমাজের জন্য গ্রহণযোগ্য হতে পারে না। সামাজিক শালীনতা, পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যেই তিনি আইনগত পথ বেছে নিয়েছেন। আদালত নিরপেক্ষভাবে বিষয়টি বিবেচনা করে ন্যায়বিচার নিশ্চিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান এবং বিচারাধীন বিষয়ে আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ করেন।

মামলার পক্ষে আইনজীবী আব্দুল মজিদ জানান, আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত আদালতই দেবেন।

অন্যদিকে এ বিষয়ে মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যক্তিগত সহকারী আবু বকর জানান, এখনো আদালতের পক্ষ থেকে কোনো নোটিশ পাওয়া যায়নি। নোটিশ হাতে পেলে আইনগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মুফতি আমির হামজা দাবি করেন, বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। পোস্টে তিনি উল্লেখ করেন, শনিবার থেকে তিনি একাধিক হুমকি পাচ্ছেন এবং মৃত্যুর জন্য প্রস্তুত থাকার কথাও লেখেন। পাশাপাশি তার অনুপস্থিতিতে কুষ্টিয়ায় শুরু করা ‘ইনসাফ প্রতিষ্ঠার লড়াই’ অব্যাহত রাখার আহ্বান জানান এবং তার তিন কন্যাসন্তানের প্রতি খেয়াল রাখার অনুরোধ করেন।

উল্লেখ্য, ২০২৩ সালে চট্টগ্রাম অঞ্চলের একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর নাম উচ্চারণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মুফতি আমির হামজা। সম্প্রতি ওই বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে গত ১৭ জানুয়ারি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এসে ওই বক্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ

#

রাজনীতি হওয়া উচিত দেশের মানুষের কল্যাণে: তারেক রহমান

#

গরু চুরির সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা

#

নেপালকে উড়িয়ে তালিকার শীর্ষে বাংলাদেশ

#

গণভোট ও সংসদ নির্বাচন নিয়ে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভাষণ

#

৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ

#

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াত আমিরের মৃত্যু

#

নির্বাচনে নিরাপত্তা জোরদারে ডগ স্কোয়াড-ড্রোন নামানোর সিদ্ধান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নির্বাচনে ৮ লাখ ৯৭ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

বস্তায় মোড়ানো লাশটির পরিচয় পাওয়া গেছে

Link copied