মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে ডিশের তার পড়ে চলাচল বন্ধ

Bortoman Protidin

২ দিন আগে শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫


#

কারওয়ান বাজার থেকে শাহবাগমুখী রুটে লাইনের বৈদ্যুতিক মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে ডিশের তার পড়ে পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল এ রুটে মেট্রোরেলের চলাচল।

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) ট্রেনের যাত্রীরা অভিযোগ করে জানিয়েছেন, সকাল ১১টা ৫০ মিনিট থেকে ১২ টা ৩৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এরপর ১২টা ৩৬ মিনিটের দিকে চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেছেন, বাইরে থেকে একটি ডিশের তার মেট্রোরেলের লাইনের ওপর ফেলা হয়। তাই তারটি অপসারণ করা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এখন দুই লাইনেই ট্রেন চলাচল করছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied