মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেলো স্কুল এক ছাত্রীর

Bortoman Protidin

১৬ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫


#

নেকবর হোসেন,কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা চৌদ্দগ্রামে  মোটর সাইকেলের ধাক্কায় স্কুল ছাত্রী জান্নাতুল ফেরদৌস(৮) নিহত হয়েছেন। জান্নাতুল উপজেলার দুর্গাপুর গ্রামের মাসুদ মিয়ার মেয়ে ও দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী। শনিবার তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম।

নিহতের খালাতো ভাই হৃদয়সহ স্থানীয়রা জানিয়েছেন, শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার চিওড়া পাম্পের উত্তর পাশে সড়ক পার হওয়ার সময় জান্নাত ফেরদৌসকে একটি মোটর সাইকেল ধাক্কা দেয়। এতে জান্নাতুল ফেরদৌসের প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা জান্নাতুল ফেরদৌসকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম মৃত ঘোষণা করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

Link copied