যুবককে কুপিয়ে নৃশংসভাবে খুন, এলাকায় চাঞ্চল্য
১ ঘন্টা আগে বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫
নরসিংদীর পলাশে ডাংগা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে এমরান ওরফে নয়ন বাবু (৩৫) নামে একজন পাওয়ারলোম শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) রাতের কোনো এক সময় তিনি নিহত হন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, এমরান বাড়ির পাশে মোস্তফার পাওয়ারলোমে ডিউটি করছিলেন। রাত ৩টার দিকে প্রকৃতির ডাক সাড়া দিতে বাইরে বের হওয়ার পর তিনি আর ভেতরে প্রবেশ করেননি। মঙ্গলবার ভোর ৫টার দিকে এক শ্রমিক তাকে মিলের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর পরিবার তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকায় নেয়ার পরামর্শ দেন। ঢাকা যাওয়ার পথে এমরান মারা যান।
নিহতের স্ত্রী জ্যোৎস্না বেগম অভিযোগ করেছেন, তার স্বামীর বন্ধু কামাল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। কিছুদিন আগে কামাল রাত ১২টার সময় এমরানকে হত্যার হুমকি দিয়েছিল।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, রাতের ডিউটিরত অবস্থায় পাওয়ারলোমের বাইরে আসার পর অজ্ঞাতপরিচয় হামলাকারীরা এমরানের মাথায় কোপ দিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে যান। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।