রোটারি ইন্টারন্যাশনালের নতুন বছর উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
১২ ঘন্টা আগে মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
আন্তর্জাতিক মানবকল্যাণমূলক সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল-এর নতুন বছরের শুভ সূচনা উপলক্ষে আজ মঙ্গলবার (১ জুলাই) কুমিল্লা এরিয়ার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিটির উদ্বোধন করেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ (ডি ৬৫ বাংলাদেশ) এর এসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর ডা. তৃপ্তিশ চন্দ্র ঘোষ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "রোটারি ইন্টারন্যাশনালের মূল লক্ষ্যই হলো মানবসেবাকে প্রাধান্য দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। কুমিল্লা রেনেসাঁস ক্লাব সেই পথেই নিরন্তর কাজ করে যাচ্ছে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব রেনেসাঁস কুমিল্লার প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম রিপন, বর্তমান ক্লাব সভাপতি জীবন কুমার সাহা, আইপিপি আবু তানভীর, সেক্রেটারি আতিকুল ইসলাম, ক্লাব সদস্য ডা. সিমা আক্তার, ডা. আনোয়ার হোসেন, আবুল কালাম জুয়েল, মোশারফ হোসেন সহ কুমিল্লা অঞ্চলের বিভিন্ন রোটারি ক্লাবের নেতৃবৃন্দ।
উল্লেখযোগ্য দিক হিসেবে, মানবিক সহায়তার অংশ হিসেবে রোটারি ক্লাব অব রেনেসাঁস কুমিল্লার পক্ষ থেকে এক শারীরিক প্রতিবন্ধীকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়। এতে করে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি ক্লাবের সহানুভূতি ও দায়বদ্ধতার প্রতিফলন ঘটে।
নতুন রোটারি বর্ষের এই আয়োজন কুমিল্লা শহরে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেয়—রোটারি কেবল একটি সংগঠন নয়, এটি একটি মানবতার আন্দোলন।