শুটিংয়ে গুরুতর আহত কোয়েল মল্লিক

Bortoman Protidin

২৩ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪


#

 মিতিন মাসির নতুন সিনেমা নিয়ে আসছে জনপ্রিয় টলিউড নায়িকা কোয়েল মল্লিক এবার জঙ্গল ছেড়ে শহরেই খুনির সন্ধান করবে বাঙালির এই জনপ্রিয় নারী গোয়েন্দা ইতিমধ্যেই সিনেমার শুটিং শুরু হয়ে গেছে আগেই জানা গিয়েছিল এই সিনেমাতে থাকছে দুর্দান্ত অ্যাকশন আর সেটা করতে গিয়েই গুরুতর আঘাত পেয়েছেন কোয়েল মল্লিক

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গতকাল রবিবার (৩১ মার্চ) নেপালগঞ্জে চলছিল মিতিন মাসির আগামী সিনেমার শুটিং সেখানেই গুরুতর আহত হলেন কোয়েল হাতে বড় ধরনের চোট পেয়েছেন তিনি এই দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তার হাতে প্লাস্টার করতে হয়েছে বলেই জানিয়েছে একাধিক সূত্র

এবারে মিতিন মাসির সিনেমাটি তৈরি হবে সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি সিরিজের মেঘের পরে মেঘ গল্প অবলম্বনে এর নাম রাখা হয়েছেএকটি খুনির সন্ধানেএবারও মুখ্য ভূমিকায়- অর্থাৎ মিতিন মাসির চরিত্রে দেখা যাবে কোয়েল মল্লিককে তার সঙ্গে অন্যান্য চরিত্রে থাকবেন মধুরিমা বসাক, কনীনিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ থাকবেন শুভ্রজিৎ দত্ত, সাহেব চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনসূয়া মজুমদার সহ প্রমুখ

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied