শুটিং করতে গিয়ে অগ্নিদগ্ধ আরিফিন শুভ
১ ঘন্টা আগে বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫
ঢাকার
বাইরে রাজশাহী, নাটোর এলাকায় শুটিং হচ্ছে আরিফিন শুভ অভিনীত 'মালিক' সিনেমার। সেখানে
একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করার সময় আহত হয়েছেন তিনি। আগুনের শিখায় দগ্ধ হয়েছে ওই
নায়কের পা।
শুটিং
সূত্র থেকে জানা যায়, শুরুতে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন শুভ। কিন্তু আগুন থামছিল
না—ধীরে ধীরে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। তখন ছুটে
আসে ইউনিটের সদস্যরা। মুহূর্তেই আগুন নিভে যায়, কিন্তু ততক্ষণে তার পা পুড়ে গেছে।
ঘটনার
পর শুটিং বন্ধ করতে চেয়েছিলেন পরিচালক সাইফ চন্দন। কিন্তু পুড়ে যাওয়া পা নিয়েই শুটিং
করেছেন শুভ। প্রাথমিক চিকিৎসা নিয়েই আবার দাঁড়িয়ে যান ক্যামেরার সামনে। পায়ে ক্ষত নিয়েও
শুট অব্যাহত রেখেছেন এই জনপ্রিয় নায়ক।