গাড়ির নিচে চাপা পড়ল ছাত্র, নিথর দেহ পাশে রেখেই মাছ লুটে ব্যস্ত জনতা

Bortoman Protidin

১ ঘন্টা আগে শনিবার, জানুয়ারী ১৭, ২০২৬


#

ভারতের বিহারের সীতামার্চি জেলায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  শুক্রবার(১৬ জানুয়ারি) সকালে পাপরি থানার জাঝিহাট গ্রামে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার গোলুকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কাটি এতটাই প্রবল ছিল যে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। তবে এই মর্মান্তিক ঘটনার চেয়েও বড় অমানবিক দৃশ্য দেখা যায় দুর্ঘটনার পরবর্তী কয়েক মিনিটে যা স্থানীয়দের বিবেক নিয়ে বড় প্রশ্ন তুলেছে। খবর এনডিটিভির।

দুর্ঘটনার কবলে পড়ে ট্রাকটি উল্টে গেলে সেখান থেকে বিপুল পরিমাণ মাছ রাস্তায় ছড়িয়ে পড়ে। একদিকে নিহত গোলুর নিথর দেহ পড়ে ছিল এবং তার স্বজনদের আর্তনাদে চারপাশের বাতাস ভারী হয়ে উঠছিল। কিন্তু সেই শোকাতুর পরিবেশকে তোয়াক্কা না করে স্থানীয় উৎসুক জনতা মৃত শিশুর পাশে থাকা মাছ লুটে মেতে ওঠে। তারা অ্যাম্বুলেন্স ডাকা বা শোকগ্রস্ত পরিবারকে সাহায্য করার পরিবর্তে বস্তায় ভরে মাছ নিয়ে চম্পট দিতে ব্যস্ত হয়ে পড়ে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকটি জব্দ করে। লুটপাটকারীদের সরিয়ে দিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রকাশ্য দিবালোকে একটি প্রাণের চেয়ে কয়েক কেজি মাছের গুরুত্ব বড় হয়ে ওঠার এই ঘটনা পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অমানবিকতার এই নজির সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক নিন্দার ঝড় তুলেছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

Link copied