সন্তানকে খু’নের পর বাবা-মায়ের আত্মহ’ত্যা
২৬ দিন আগে শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

বর্তমান প্রতিদিন ডেস্ক:
১১ বছর বয়সী একটি শিশুকে খু’নের পর তার বাবা-মা আত্মহ’ত্যা করেছেন। কর্ণাটকের কোডাগুর একটি রিসোর্ট থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, তারা এই ঘটনা তদন্ত করছে।
পুলিশ জানায়, ওই দম্পতি একটি নোট রেখে গেছেন। সেখানে লেখা ছিল যে, তারা আর্থিক ভাবে বেশ কঠিন সময় পার করছিলেন।
একটি প্রাইভেট রিসোর্ট থেকে বিনোদ (৪৩) তার স্ত্রী জুবি আব্রাহাম (৩৭) এবং তাদের ১১ বছর বয়সী মেয়ে জোহানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তারা কেরালার কোট্টায়ামের বাসিন্দা ছিলেন।
পুলিশ জানিয়েছে, শনিবার পরিবারটি জনপ্রিয় একটি রিসোর্টে ঘুরতে গিয়েছিল। বন ও পাহাড়ি এলাকার সমন্বয়ে গঠিত ওই এলাকা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।
প্রাথমিক তদন্তের পর পুলিশ বলছে, ওই দম্পতি তাদের সন্তানকে হ’ত্যার পর নিজেরা আত্মহ’ত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যেই তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।
