‘সিআইডি’র ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি আর নেই
১৬ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
ভারতের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘সিআইডি’র ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি চরিত্রে অভিনয় করা অভিনেতা দিনেশ ফাডনিস মারা গেছেন।
গতকাল দিবাগত রাত ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৭ বছর।
অভিনেতা দয়ানন্দ শেঠি দিনেশের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। দয়ানন্দ বলেন, ‘দিনেশ রাত ১২টা ৮ মিনিটে মারা গেছেন। তার একাধিক জটিলতা দেখা গিয়েছিল। ভেন্টিলেটর থেকে বেরও করা হয়েছিল। এরপরই একাধিক অঙ্গ বিকল হয়ে যায় এবং পরে মৃত্যু হয়।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে টেলিভিশনে প্রচার শুরু হয় সিআইডির। ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এ সিরিয়ালের ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি চরিত্রে অভিনয় করেন দিনেশ ফাডনিস। এই অভিনেতার করা চরিত্রটি দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলে।