সীমান্তে বিজিবির হাতে আটক ৮ বাংলাদেশী
১৭ দিন আগে সোমবার, ডিসেম্বর ২, ২০২৪
অবৈধ্য অনুপ্রবেশের
দায়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৮ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ
(বিজিবি) সদস্যরা। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলাবার ভোররাতে মোল্লার চর সীমান্তের পিলার
১০৬১-৩ এস এর ফকিরপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
বিজিবির নায়েক সুবেদার
মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এঘটনায় ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।
আটককৃতরা হলেন, বাগেরহাট
জেলার মোড়লগঞ্জ উপজেলার মধ্য বরিশাল গ্রামের মৃত আক্কেল আলী হাওলাদারের ছেলে চাঁন মিয়া
(৫৮), একই উপজেলার সন্ন্যাসী গ্রামের মৃত হাশেম মল্লিকের ছেলে জামাল মল্লিক (৬০), হুগতপাতি
গ্রামের বারেক সিকদারের ছেলে জাকারিয়া শিকদার (১৮), পলিটিক্স গ্রামের আব্দুর রশিদের
ছেলে রেজাউল শিকদার (২০), গাবতলা গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে নুরুল ইসলাম (৪৩),
শরনখোলা উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের আব্দুল লতিফের ছেলে রাসেল (৩২), কুড়িগ্রাম
জেলার রৌমারী উপজেলার খাটিয়ামারী গ্রামের সোবহান হোসেনের ছেলে ফরহাদ (৩৫), খাটিয়ামারী
গ্রামের মৃত আলহাজ নঈম উদ্দিনের ছেলে জাকিরুল
হক (৪৫)।
বিজিবি ও স্থানীয়
সূত্রে জানা গেছে, গত কয়েক মাস আগে কাজের সন্ধানে দালালদের মাধমে বিভিন্ন সীমান্ত দিয়ে
অবৈধ ভাবে ভারতে শ্রমিক ও টোকাইয়ের কাজের শ্রমিক হিসেবে কাজ করতেন।
মোল্লারচর বিওপি ক্যাম্প
কমান্ডার নায়েক সুবেদার সিরাজুল ইসলাম বলেন, ভোররাতে টহলরত অবস্থায় ভারত থেকে অবৈধ
ভাবে অনু প্রবেশের দায়ে ৮ জনকে আটক করা হয়েছে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পাই
তারা বাংলাদেশের বিভিন্ন উপজেলার বাসিন্দা। এঘটনার পর সীমান্তে আরো টহলজোরদার করা হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা ওসি মামুনুর রশিদ বলেন, বিজিবি কর্তৃক সীমান্তে ৮ জন বাংলাদেশীকে আটকের বিষয়ে
বিজিবি আমাদের এখনো জানায়নি’ তবে আমরা আটকের বিষয়ে শুনেছি।