সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে বিজিবির হাতে ধরা পড়লেন ভারতীয় নাগরিক
১ ঘন্টা আগে বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় নাগরিক এম বাবুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে সীমান্ত এলাকায় নিয়মিত টহল চলাকালে তাকে আটক করা হয়। পরে বিকেল ৪টার দিকে বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
আটক এম বাবু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার সারগাছি আশ্রম গ্রামের বাসিন্দা, মৃত আব্দুল আজিজ শেখের ছেলে। বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করা হয়। বর্তমানে তাকে দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। দৌলতপুর থানার ওসি আরিফুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি, তবে এখন পর্যন্ত আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়নি।