হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Bortoman Protidin

১৬ দিন আগে শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫


#

আজ সোমবার ২০ অক্টোবর,চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার আমেরিকা প্রবাসী নুরুল আলম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাবলু বড়ুয়াকে (৩৬)- কে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

আজ সোমবার (২০ অক্টোবর) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার রাত সাড়ে ১১টায় পটিয়া উপজেলার তেকোটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বাবলু বড়ুয়া বোয়ালখালী উপজেলার উত্তর ভূর্ষি এলাকার দিলীপ বড়ুয়ার ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম “ মোজাফ্ফর হোসেন” জানান, বায়েজিদ থানার আমেরিকান প্রবাসী নুরুল আলম হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাবলু বড়ুয়া পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের তেকোটা গ্রামে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার রাত সাড়ে ১১টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পটিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied