কুমিল্লা টিক্কারচরে দেড় কোটি টাকা মূল্যের ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

Bortoman Protidin

২৬ দিন আগে শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫


#

কুমিল্লায় দেড় কোটি টাকা মূল্যের ৬৪ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে ৬০ বিজিবি।

শুক্রবার (৮ নভেম্বর) বিকালে আদর্শ সদর উপজেলার টিক্কারচর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, সুলতানপুর ব্যাটেলিয়ন (৬০ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কুমিল্লার আদর্শ সদর উপজেলার টিক্কারচর থেকে হতে ১ কোটি ৫৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ৬৪ হাজার পিস এবং টয়োটা গাড়ি ১ টি উদ্ধার করা হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied