হলিউড চলচ্চিত্রে যুক্ত হতে যাচ্ছেন রোনালদো
১ ঘন্টা আগে সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫
বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে এবার দেখা যেতে পারে হলিউডের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির শেষ পর্বে—এমন সম্ভাবনা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।আন্তর্জাতিক বিনোদনভিত্তিক গণমাধ্যম দ্য হলিউড রিপোর্টার-এর বরাতে জানা যায়, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজে ডোমিনিক টোরেটো চরিত্রে পরিচিত অভিনেতা ভিন ডিজেল সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রোনালদোর সঙ্গে একটি ছবি শেয়ার করেন। আর এই পোস্ট ঘিরেই নতুন করে জল্পনার সূত্রপাত।প্রথমে দেওয়া ক্যাপশনে ভিন ডিজেল উল্লেখ করেন, এক সময় রোনালদোর জন্য একটি চরিত্র লেখার পরিকল্পনা ছিল। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর সিক্যুয়েল ‘লস বানডোলেরস’-এ তার অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।তবে বিষয়টি নতুন মাত্রা পায়, যখন ভক্তরা লক্ষ্য করেন—ভিন ডিজেল পরবর্তীতে ওই পোস্টের ক্যাপশন পরিবর্তন করেছেন। সংশোধিত ক্যাপশনে অভিনেতা লেখেন, অনেকেই জানতে চেয়েছেন রোনালদো কি ‘ফাস্ট’ ইউনিভার্সের অংশ হতে চলেছেন? জবাবে তিনি শুধু বলেন, রোনালদো একজন বাস্তব মানুষ এবং তার জন্য একটি চরিত্র তৈরি করা হয়েছিল।এই সামান্য পরিবর্তনই ভক্তদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দেয়। কমেন্ট সেকশনে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই ধারণা করছেন, অবশেষে কি হলিউডের এই আইকনিক অ্যাকশন সিরিজে অভিষেক হতে যাচ্ছে ফুটবল সুপারস্টার রোনালদোর?বিশেষ করে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’ নিয়ে এই জল্পনা আরও জোরালো হয়েছে। কারণ শোনা যাচ্ছে, এই সিনেমাটিই হতে পারে দীর্ঘদিন ধরে চলা ফ্র্যাঞ্চাইজিটির শেষ অধ্যায়। যদিও এখন পর্যন্ত রোনালদোর অংশগ্রহণ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ।ভক্তদের কেউ কেউ কল্পনা করছেন, রোনালদো কোন ধরনের চরিত্রে দেখা যেতে পারেন। বেশিরভাগ প্রতিক্রিয়াই ইতিবাচক, এবং তাকে বড় পর্দার এই জনপ্রিয় অ্যাকশন সিরিজে দেখার আগ্রহ স্পষ্ট।এদিকে জানা গেছে, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’-এ ভিন ডিজেলের পাশাপাশি ফিরতে পারেন ডোয়াইন জনসন (হবস), জেসন মোমোয়া (ডান্তে রেয়েস) এবং জেসন স্ট্যাথাম (ডেকার্ড শ)। এমনকি প্রয়াত অভিনেতা পল ওয়াকারকে ব্রায়ান ও’কনার চরিত্রে কোনোভাবে গল্পে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে—যদিও সেটি কীভাবে বাস্তবায়ন হবে, তা এখনও স্পষ্ট নয়।