মিডিয়া ছেড়ে কোরআন খতম দিয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা

Bortoman Protidin

২ ঘন্টা আগে শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫


#

সামাজিক মাধ্যম থেকে বোঝা যায় শিশুশিল্পী সিমরিন লুবাবার জীবন আচারে পরিবর্তন এসেছে। ধর্মীয় পোশাকে আবৃত থাকতে দেখা যায়। এর আগে নিজেও জানিয়েছিল ইসলামী নিয়ম অনুসারে পথ চলছে সে।

এবার জানা গেল, ধর্মের পথে চলতে মিডিয়া ছেড়ে দিয়েছে লুবাবা। কঠোরভাবে মেনে চলছে পর্দা প্রথা। নিকাবে ঢেকেছে মুখ।

গণমাধ্যমকে তথ্যটি দিয়েছেন লুবাবার মা জাহিদা ইসলাম জেমি। তিনি বলেন, ‘লুবাবার নিজেরই উপলব্ধি হয়েছে সেই আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না, তাই নেকাব পরা শুরু করেছে। এ অবস্থায় তো মিডিয়ায় কাজ করা যায় না। লুবাবা ধর্মীয় বই পড়ে পড়ে নিজে নিজে মনে করেছে সে জীবনধারায় পরিবর্তন আনবে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে।

জেমি আরও বলেন, ‘লুবাবা এরইমধ্যে কোরআন খতম দিয়েছে। বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থ পড়ে, হাদিস পড়ে। এসব পড়াশোনা করেই তার মধ্যে এই পরিবর্তন আসে। আগামী রমজানে সে ওমরাহ হজ পালন করতে মক্কায় যাবে, এমন পরিকল্পনা রয়েছে। তবে জেমি জানিয়েছেন, কোনো প্রচারণামূলক ভিডিওতে লুবাবাকে দেখা গেলেও মুখ দেখাবে না সে। থাকবে নিকাবে ঢাকা।

এর আগে লুবাবা বলেছিল, ‘এখন আমার বেশি ভালো লাগে মানুষকে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতে। আমি নিজেও শিখছি।

অনেক দিন ধরেই ইসলামী রীতিতে চলছে লুবাবা। সোশ্যাল মিডিয়ায় আপাদমস্তক বোরকায় ঢেকে হাজির হন। কথাবার্তা ও চলনেও দেখা যায় ইসলামি রীতিনীতির ছাপ। এক সময় কটাক্ষের শিকার হলেও জীবন আচার বদলানোয় বেশ প্রশংসা পাচ্ছে সে। 

সিমরিন লুবাবা প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আবদুল কাদেরের নাতনি। দাদার অনুপ্রেরণায় এসেছিল অভিনয়ে। শিশুশিল্পী হিসেবে কাজ করেছে বেশকিছু নাটকে। বিজ্ঞাপন ও সিনেমায়ও দেখা গেছে তাকে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

Link copied