১০২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
২৪ দিন আগে সোমবার, নভেম্বর ১১, ২০২৪
কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশের অভিযান চালিয়ে ১০২ বোতল ফেনসিডিলসহ মফিজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।শনিবার ভোররাতে উপজেলা নাগেশ্বরীর পৌরসভা এলাকার আলেপের তেপতি নামক স্থানে পাঁকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থানার মালভাঙ্গা গ্রামের মফিজুল ইসলাম (৬২) অটোরিকশায় অভিনব কায়দায় প্লাস্টিকের খাঁচায় কোয়েল পাখির ডিমের সাথে অভিনব কায়দায় ফিটিংকৃত অবস্থায় ১০২ বোতল ফেনসিডিল নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অটোরিকশা জব্দ করে মাদকসমূহ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতে সোপর্দ করা হবে।