৯ হাজার লিটার ডিজেল পাচারকালে গ্রেপ্তার ৯

Bortoman Protidin

১ ঘন্টা আগে শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫


#

মায়ানমারে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে।শুক্রবার (২৬ ডিসেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে চট্টগ্রামের পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।অভিযানের সময় একটি সন্দেহজনক মাছ ধরার নৌকা তল্লাশি করে শুল্ক ও কর ফাঁকি দিয়ে পাচারের জন্য রাখা প্রায় ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। ওই নৌকা থেকেই পাচারচক্রের সঙ্গে জড়িত ৯ জনকে আটক করা হয়।লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, জ্বালানি পাচার ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied