কলকাতায় একসঙ্গে পা মেলালেন মামা-ভাগ্নি!
১০ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
সম্প্রতি কলকাতায় এসেছিলেন সালমান খান। বঙ্গে এসে তিলোত্তমাকে ভালোবেসে ফেলেছেন তিনি। এর মধ্যে ভাইজানের একটি ভিডিও নিয়ে শোরগোল পড়েছে সমাজ মাধ্যমে। যেখানে ভাগ্নি আয়াতের সঙ্গে মজার মুহূর্ত কাটাচ্ছেন তিনি। মামা-ভাগ্নির এই ভিডিও ইতোমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, সালমান খান আর তার ভাগ্নি আয়াত একসঙ্গে নাচছেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার ‘তু যো মিলা’ গানটি। সেখানে ভাইজান পরেছেন কালো টি শার্ট, কালো জুতো, ম্যাচিং প্যান্ট আর মেরুন জ্যাকেট। আয়াত পরেছেন গোলাপি জামা আর গোলাপি জুতো। দেখা যাচ্ছে, সালমান খান তার ভাগ্নিকে বেশ কিছু নাচের স্টেপ শেখাচ্ছেন। ছোট্ট আয়াতও মামার কথা মতো তাকে ফলো করার চেষ্টা করছেন।
বিষয়টিতে বেশ মজা পাচ্ছে আয়াত। ক্যামেরার আশেপাশে থাকা মানুষদের দেখে হাসতেও দেখা যায় তাকে। ছোট্ট আয়াতের বারংবার নানাভাবে চেষ্টা করা দেখে হেসে ফেলেন ভাইজান। তারপর চলে যান তিনি। ভিডিওটি থেমে যায় সেখানেই।