একই স্টেজে উঠতে চলেছেন শাহরুখ খান ও লিওনেল মেসি
১ ঘন্টা আগে শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫
কলকাতায় একই মঞ্চে শাহরুখ খান ও লিওনেল মেসির উপস্থিতি শহরজুড়ে উৎসবের পরিবেশ তৈরি করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর মেসির আগমন ঘিরে ফুটবলপ্রেমীরা উচ্ছ্বসিত, আর দুই জগতের দুই তারকাকে একসঙ্গে দেখার সুযোগকে অনেকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন।শাহরুখ খান সম্প্রতি এক্স-এ (টুইটার) লেখেন—“এবার কলকাতায় নাইট প্ল্যান নয়, দিনের মেসি রাইড।” তার এই পোস্ট থেকেই নিশ্চিত হয় যে তিনি ক্রিকেট নয়, ফুটবলের মঞ্চেই দেখা দেবেন। তিনি জানিয়েছেন, আগামী ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামের আয়োজনে তিনি স্বেচ্ছায় যোগ দেবেন। ফলে মেসির সঙ্গে তার একই অনুষ্ঠানে উপস্থিতি এখন নিশ্চিত।২০১১ সালে মেসি প্রথম কলকাতায় এলে শাহরুখ প্রকাশ্যে তার প্রশংসা করেছিলেন। খেলাধুলার প্রতি সম্মান থেকে বিভিন্ন ফুটবল ইভেন্টেও শুভেচ্ছাদূতের দায়িত্ব পালন করেছেন তিনি। শাহরুখের ভাষায়, খেলাধুলা মানুষকে কাছাকাছি আনে—এটাই তার এমন আয়োজনে থাকার মূল কারণ।
উল্লেখ্য, লিওনেল মেসি ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে অবস্থান করবেন—প্রথমে কলকাতা, এরপর মুম্বাই ও তারপর দিল্লি সফর করবেন।