কচুয়ায় ধান খেতে ইদুঁরের উপদ্রব
২৩ দিন আগে শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
কচুয়ায় ধান খেতে ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে। মাঠে মাঠে ইঁদুর ধান গাছ কেটে সাবার করে দিচ্ছে। এ বছর কচুয়া উপজেলায় ১৩ হাজার ২শ ২৫ হেক্টর জমিতে ইরি ধানের চাষাবাদ হয়েছে। ধান খেতে আইলে ও পাশ^বর্তী ঝোঁপঝাড়ে বাসা বেধে ইঁদুর ধান কেটে যাচ্ছে প্রতিনিয়ত। ধানের মাঠে পানি থাকা সত্ত্বে ইঁদুর ধান গাছ কেটে যাচ্ছে। এখন আর এমন কোনো মাঠ নেই যে মাঠে ইঁদুরের উপদ্রব নেই।
আশ্রাফপুর গ্রামের মমতাজ মিয়া,নুরপুর গ্রামের আবু তাহের,পালাখাল গ্রামের আবুল বাসারসহ একাধিক কৃষক জানান, কীটনাশক ব্যবহার করে ও ফাঁদ পেতে ইঁদুর মারা হলেও উপদ্রব থেকে ফসল রক্ষা করা যাচ্ছে না। তারা আরো জানান, ধানের থোর গজাবার মুহুর্তে ইঁদুরের উপদ্রব চরম আকার ধারন করে।
কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন ইঁদুরের উপদ্রবের সত্যতা শিকার করে বলেন, যে মাঠে ইঁদুরের উপদ্রব দেখা দেয়, সেসব মাঠে কৃষকদের একযোগে ফাঁদ পাতাসহ লেনিরেট,রুমা ও গ্যাস ট্যাবলেট ইত্যাদি ইঁদুর মারার কীটনাশক ঔষুধ প্রয়োগ করতে হবে। তাহলে ইঁদুরের উপদ্রব থেকে ফসল অনেকটা রক্ষা করা যাবে।