কুমিল্লায় আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে মাঠে জুলাই ঐক্যমঞ্চের পাহারা
৪ ঘন্টা আগে বুধবার, নভেম্বর ১২, ২০২৫
কুমিল্লায় সড়ক মহাসড়কে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে জুলাই ঐক্যমঞ্চের নেতাকর্মীরা। শহরে আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি ঠেকানোর উদ্দেশ্যে দুই দিনের পরিকল্পিত কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
আজ বুধবার (১২ নভেম্বর) কুমিল্লা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কুমিল্লা মহানগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু রায়হান বলেন, দেশে নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে সকল ধরনের ষড়যন্ত্র রোধ করতে হবে। আমরা পালিয়ে যাওয়া অপরাধীদের দেশে ফিরিয়ে এনে ন্যায়বিচার নিশ্চিত করতে চাই।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার বিকাল ৪টা থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিয়েছে ঐক্যমঞ্চের নেতাকর্মীরা। আগামী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ঢাকা—চট্টগ্রাম মহাসড়ক পেট্রোল টিমের মাধ্যমে পাহারা চলবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জুলাই ঐক্যমঞ্চের আহ্বায়ক রবিউল হোসেন, মুখপাত্র সাইফুল ইসলাম সাইফ, এছাড়াও কুমিল্লা মহানগরের ছাত্রশিবির সেক্রেটারি নাজমুল হাসান, ইনকিলাব মঞ্চের জেলা আহ্বায়ক গোলাম সামদানী, ছাত্র অধিকারের জেলা সভাপতি আজহারুল আমিন, ইসলামী ছাত্র আন্দোলনের মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র শিবিরের সভাপতি মনির হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে কুমিল্লায় কর্মরত সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।